বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন প্রিমিয়ার লিগ ও লা লিগার খেলা

1 week ago 9

২০২৫-২৬ মৌসুমের ইউরোপীয় ফুটবলের পর্দা উঠছে। রাতে শুরু হচ্ছে জনপ্রিয় পাঁচ ফুটবল লিগের তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ ওয়ান। ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালদের লড়াই যেমন নজর কাড়বে, তেমনি স্পেনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতাও মাতাবে দর্শকদের। একইসাথে নজর থাকবে ফ্রান্সে পিএসজিকে কেউ হারাতে পারে কি না? বাংলাদেশি ভক্তদের জন্যও শুরু হচ্ছে এক ফুটবল-উৎসব, তবে প্রশ্ন হলো—কোথায় এবং কীভাবে দেখা যাবে এই ম্যাচগুলো?

প্রিমিয়ার লিগ

বরাবরের মতো এবারও যদি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে হয় তবে ভারতীয় সম্প্রচার সংস্থা জিওস্টার-এর বিভিন্ন চ্যানেলই ভরসা। একই সময়ে একটি খেলা থাকলে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান-এ সরাসরি সম্প্রচার হবে। তবে একই সময়ে একাধিক ম্যাচ থাকলে সেগুলো স্টার স্পোর্টস নেটওয়ার্কের অন্যান্য চ্যানেলে ভাগ হয়ে সম্প্রচার হবে।

অনলাইনে বা মোবাইলে দেখতে চাইলে সাবস্ক্রিপশন নিয়ে ডিজনি+ হটস্টার ব্যবহার করা যাবে। এছাড়া অনেকেই অনানুষ্ঠানিক থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy বা অনুরূপ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, যদিও সেগুলো আনুষ্ঠানিক সম্প্রচার মাধ্যম নয়।

লা লিগা

এবারও বাংলাদেশে টেলিভিশনে লা লিগার ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা অন্যান্য লা লিগা ম্যাচ দেখতে হলে ভরসা রাখতে হবে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম BEGIN-এর ওপর। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় লা লিগার ম্যাচ সম্প্রচারের স্বত্ব পাঁচ বছরের জন্য পেয়েছে এই প্রতিষ্ঠান। ফলে ওয়েবসাইট বা অ্যাপে সাবস্ক্রিপশন নিলেই ম্যাচ দেখা সম্ভব হবে।

অবশ্য অনেকে বিকল্প উপায়ে থার্ড-পার্টি অ্যাপ ও অনলাইন স্ট্রিম ব্যবহার করেন, তবে সেগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।

ফরাসি লিগ ওয়ান

বাংলাদেশে কিংবা উপমহাদেশে ফ্রান্সের শীর্ষ লিগ সম্প্রচারের কোনো তথ্য আপাতত জানা নেই। তবে অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে ম্যাচ দেখতে পাওয়ার কথা।

আজ থেকে শুরু হওয়া এই নতুন মৌসুমে কে হবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, কে জিতবে স্প্যানিশ মুকুট—তার উত্তর মিলতে সময় লাগবে অনেকটা। তবে বাংলাদেশি দর্শকদের জন্য খেলা দেখার সব আয়োজনই প্রস্তুত। এখন শুধু অপেক্ষা—টিভি, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে ইউরোপীয় ফুটবলের আসর উপভোগ করার।

Read Entire Article