বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা

4 hours ago 1
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়ে গেছে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে তীব্র আকার নিয়েছে জেন-জিদের আন্দোলন। আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন দেশটির সংসদ ভবনে, পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ায় স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে বন্ধ হয়ে গেছে ক্রীড়া আয়োজনও। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। জামাল ভূঁইয়ারা বর্তমানে কাঠমান্ডুর এক হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে তারা প্র্যাকটিসের জন্য হোটেল ছাড়তে পারেননি নিরাপত্তাজনিত কারণে। এর আগে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজ শেষ করার কথা ছিল দুই দলের। কিন্তু নেপালের উত্তাল পরিস্থিতি সে পরিকল্পনায় বিরতি টেনে দিল। ফলে প্রীতি সিরিজটি শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেল, আর বাংলাদেশ দলকে অপেক্ষায় থাকতে হচ্ছে নিরাপদে দেশে ফেরার জন্য।
Read Entire Article