চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। এ ম্যাচ নিয়ে বাজি ধরায় ৩ জনকে আটক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
গোয়া রাজ্যের রাজধানী পানাজির অদূরে পিলের্নে গ্রামে এক ভাড়া বাংলোয় অভিযান চালায় তাদেরকে আটক করা হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।
অভিযান চলাকালে পুলিশের হাতে আটক হয় তিন ব্যক্তি- মাকসুদ মোদান (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) এবং রিজভান ভাস (২০)। তারা সকলেই গুজরাট রাজ্যের বাসিন্দা এবং দুবাইয়ে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাজি ধরায় লিপ্ত ছিলেন।
পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এই তিনজনের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
আটকের সময় তাদের কাছ থেকে বাজি ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি রাউটার। এসব সামগ্রীর মোট মূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার রুপি।
পুলিশের আশঙ্কা, বাজির মাধ্যমে বিদ্যমান আইন লঙ্ঘন করার পাশাপাশি অপরাধ ও অর্থ পাচারের মতো গুরুতর বিষয়ের সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারেন তারা। তবে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হবেন আটককৃত ব্যক্তিরা।
উল্লেখ্য, বৃস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ভারত জয় পায় ৬ উইকেট ও ২১ বলে হাতে রেখে।
এমএইচ/জিকেএস