বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

2 hours ago 6

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন চায় যুক্তরাজ্য।

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য।

বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

এমওএস/জেএইচ/জিকেএস

Read Entire Article