বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

2 weeks ago 4
কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাহবুল খান নামের এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন।  মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মাহবুল খান (৫০) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে।  বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের ভেতরে বুড়িচং উপজেলার জামতলা এলাকায় ভারতীয় নাগরিক মাহবুল খানকে আটক করা হয়। বিজিবি জানায়, মাহবুল ভারত থেকে বাংলাদেশে আনা পণ্য চোরাচালান চক্রের সদস্য। মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুড়িচং থানায় মামলা হয়েছে। রাতেই তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
Read Entire Article