বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি-জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান রায় দিয়ে দিয়েছে—বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে। যারা অন্যায় করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে যুগপৎ আন্দোলনের প্রার্থীর সমর্থকবৃন্দের আয়োজনে মাথাল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এই দেশে আর কোনো ফ্যাসিবাদী বা জমিদারি রাষ্ট্র কায়েম করা যাবে না। দেশকে সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে এবং সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের নির্বাচন প্রয়োজন। যদি ন্যায়বিচার চাই, সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই—তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কার—সবকিছুর ক্ষমতা জনগণের হাতেই। সাকি বলেন, এখনো দেশি-বিদেশ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি-জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান রায় দিয়ে দিয়েছে—বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে। যারা অন্যায় করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে যুগপৎ আন্দোলনের প্রার্থীর সমর্থকবৃন্দের আয়োজনে মাথাল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এই দেশে আর কোনো ফ্যাসিবাদী বা জমিদারি রাষ্ট্র কায়েম করা যাবে না। দেশকে সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে এবং সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের নির্বাচন প্রয়োজন। যদি ন্যায়বিচার চাই, সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই—তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কার—সবকিছুর ক্ষমতা জনগণের হাতেই।

সাকি বলেন, এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করার জন্য। একটি গোষ্ঠী অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। তবে আমরা পরিষ্কার করে বলতে চাই—বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার ও নাগরিক মর্যাদা অর্জন করেছে। কোনো ষড়যন্ত্র দিয়ে এই জাতিকে থামানো যাবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক। উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মূসা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow