বাংলাদেশে শোধনাগার তৈরি প্রকল্পে বিনিয়োগের বিষয় উল্লেখ নেই

9 hours ago 8
সৌদি আরামকোর বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করা অন্তর্ভুক্ত নেই বলে জানা গেছে। আরামোকের বিনিয়োগ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখায় বিষয়টি পরিষ্কার করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তবে তেল শোধানগার প্রতিষ্ঠার পরিকল্পনা না থাকলেও সৌদি আরবের সেই সক্ষমতা রয়েছে যা এই প্রকল্পের ওপর ভিত্তি বাণিজ্যিক শর্ত মেনে প্রয়োজনীয় তেল সরবরাহ করতে পারবে। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম। আরামকো শুধু সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি। তাদের উৎপদান দিয়ে বিশ্বের তেল চাহিদার বড় একটি অংশপূরণ হচ্ছে।
Read Entire Article