পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তিনি যে বাংলাদেশেও সমান জনপ্রিয় এবার তা হয়তো বুঝে গেছেন। কারণ গত মাসের শেষ দিকে ঢাকায় তার ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনা একটি কনসার্ট ছিল। যেখানে তার ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে তিন ঘণ্টার মত পারফর্ম করেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার কনসার্ট নিয়ে জানালেন নিজের অনুভূতি।
সম্প্রতি আতিফ আসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে উঠে এসেছে ঢাকার কনসার্টের বেশ কিছু মুহূর্ত।
এমন একটি ক্যাপশনে আতিফ লিখেছেন ‘কৃতজ্ঞতা বাংলাদেশ’।
নিজের দেশে ফিরে বাংলাদেশের প্রতি আতিফের এই ভালোবাসার প্রশংসা পাচ্ছে দর্শকের কাছেও।
সেই পোস্টের কমেন্ট বক্সে বাংলাদেশের অনেক ভক্ত এই গায়ককে ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। কেউবা তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ভালোবাসার কথা জানিয়েছেন।
২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফর্ম করেন।