বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫.৪ শতাংশ করলো আইএমএফ

2 months ago 8

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যদিও সংস্থাটি এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

গতকাল সোমবার (২৩ জুন) ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্যদ বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির দুই কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড় করার অনুমোদন দেয়। পাশাপাশি বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এরপর আইএমএফ এক বিবৃতিতে ঋণের তথ্যের পাশাপাশি জিডিপির পূর্বাভাসসহ অর্থনীতির বেশকিছু বিষয় উল্লেখ করেছে।

আরও পড়ুন

এতে বলা হয়, আগামী ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্যও প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ প্রাক্কলন করেছে আইএমএফ। যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক ৩ দশমিক ৯৭ শতাংশ অনুমানের চেয়ে কম। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আগামী অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশ।

এমওএস/কেএসআর/এমএস

Read Entire Article