বাংলাদেশের মত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে চার স্পিনার!

3 hours ago 3

শেরে বাংলার টার্নিং পিচে জায়গামত বল ফেলতে পারলেই মিলছে ‘ইয়া বড় বড় টার্ন।’ ড্রাইভিং জোনের ঠিক সামনে বল পড়লেই বিপজ্জনকভাবে এঁকেবেকে যাচ্ছে বল। এমনও দেখা গেছে লেগ মিডলে পিচ পড়ে অনেক ডেলিভারি অফস্ট্যাম্পের বাইরে চলে চলে গেছে। এমন স্পিন ফ্রেন্ডলি পিচে বাড়তি স্পিনার খেলানোই যুক্তিযুক্ত।

রোববার শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই স্পিন সহায়ক উইকেটে ২০৭ রানের মাঝারি পুঁজি নিয়েও স্পিনারদের দাপটে ৭২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

লেগস্পিনার রিশাদ হোসেন একাই ৩৫ রানে ৬ উইকেটের পতন ঘটিয়ে দলের জয় নিশ্চিত করেন। মূলতঃ রিশাদের স্পিন ঘূর্ণির মুখেই ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা। প্রথম খেলায় বাংলাদেশের হয়ে খেলা তিন স্পিনার রিশাদ হোসেন (৯ ওভারে ৬/৩৫), মেহেদি হাসান মিরাজ (১০-৩-১৬-১) ও তানভির ইসলাম (১০ ওভারে ১/৪৬) আর পার্টটাইম অফব্রেক বোলার সাইফ হাসান (৩ ওভারে ০/৭) মিলে ৩২ ওভার বোলিং করেন। ২ পেসারের মধ্যে তাসকিন আহমেদকে (২ ওভার) নামে মাত্র ব্যবহার করা হয়। বাঁ-হাতি পেসার মোস্তাফিজ ৫ ওভারে ১৬ রানে পান ২ উইকেট।

মোটকথা প্রথম দিন স্পিনারদের হাত ধরেই জিতেছে স্বাগতিক বাংলাদেশ। পিচের কন্ডিশন দেখে টাইগার ম্যানেজমেন্ট স্কোয়াডে বাড়তি স্পিনারের অন্তর্ভূক্তি ঘটিয়েছে। দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ওদিকে হাত-পা গুটিয়ে বসে নেই ক্যারিবীয় টিম ম্যানেজমেন্টও। ওয়ানডে স্কোয়াডে না থাকা বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনকে আগেই ঢাকা আসার খবর দেয়া হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পোর্ট অফ স্পেনের এ ৩২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনারের চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট তাকে আগেভাগেই আসতে বলেছে। আজ মধ্যরাত কিংবা কাল মঙ্গলবার দিনেই চলে আসবেন আকিল হোসেন। তার মানে ক্যারিবীয় স্কোয়াডেও বাংলাদেশের মত ৪ স্পিনারের সমারোহ ঘটতে যাচ্ছে।

বলে রাখা ভাল, দুই ফাস্টবোলার জাইডেন সিলস, রোমারিও শেফার্ড এবং মিডিয়াম পেসার জাস্টিন গ্রিভসের সাথে প্রথম ম্যাচ খেলেছেন তিন স্পিনার খ্যারি পেইরি (বাঁ-হাতি স্পিনার), রস্টোন চেজ (ডানহাতি অফস্পিনার) ও গুদাকেশ মোতি (বাঁ-হাতি স্পিনার)।

তাদের সাথে দ্বিতীয় ম্যাচে না হলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে যে আকিল হোসেন খেলবেন তা আগাম বলেই দেয়া যায়। তার মানে শেরে বাংলার কালো রংয়ের টার্নিং পিচে স্পিনারদের মিছিল আরও বড় হচ্ছে।

এআরবি/আইএইচএস

Read Entire Article