বাংলাদেশের রান পাহাড়ের পর লঙ্কানদের ভালো শুরু

2 months ago 7

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের উইকেট যেন একটু একটু করে বদলে যাচ্ছে। আগের দিনের ব্যাটিং-সহায়ক পিচে আজ সকালে দেখা মিলল স্পিনারদের বাড়তি সহায়তার—তবুও শ্রীলঙ্কা প্রথম সেশন শেষে থাকতে পারল বেশ সন্তুষ্ট। সকালে মাত্র ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ উইকেট তুলে নেওয়ার পর, ব্যাট হাতে ১০০ রান তুলে ফেলেছে মাত্র এক উইকেট হারিয়ে। ফলে বিশাল ৪৯৫ রানের জবাবে তারা ঘাটতি কমিয়ে এনেছে ৩৯৫-তে।

তৃতীয় দিনের সকালের সেশনটা তাই স্বস্তিরই বলা যায় লঙ্কানদের জন্য। ওপেনার লাহিরু উদারা অভিষেক ইনিংসেই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে, ৩৪ বলের ইনিংসে ছয়টি চারের সাহায্যে ২৯ রান করে ফিরেছেন তাইজুল ইসলামের বলে। তবে তার আগেই শুরুটা ভালো করে দিয়েছিলেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা। প্রথম ওভার থেকেই ধৈর্য ধরে খেলে গেছেন, তুলে নিয়েছেন ৮৩ বলের মোকাবেলায় ৪৬ রানের অনবদ্য ইনিংস। তার সঙ্গে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, যিনি খেলেছেন ৪৭ বলে ২২ রানের শান্ত এক ইনিংস।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান বল ঘোরাতে পেরেছেন কিছুটা, বিশেষ করে ব্যাটসম্যানদের অফস্টাম্পের বাইরের রাফ ব্যবহার করেছেন ভালোভাবে। তাইজুল এখন পর্যন্ত ১১ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন একমাত্র উইকেটটি।

তবে বোলারদের জন্য কাজটা সহজ হচ্ছে না। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার শর্ট বল ও অফস্টাম্পে লাইন ধরার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটাররা তেমন ভুল করেননি। বাংলাদেশ এখন চাইবে দ্রুত ব্রেকথ্রু পেতে—কারণ এই উইকেটে একবার সেট হয়ে গেলে রান করাটা খুব কঠিন নয়।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৯৫ রানে। শান্ত (১৪৮) ও মুশফিক (১৬৩) দারুণ সেঞ্চুরিতে বড় সংগ্রহ এনে দেন। লিটন দাস (৯০) ছিলেন দুর্ভাগ্যবান, শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।

Read Entire Article