এশিয়া কাপে বাঁচা-মরার লড়াই পেরিয়ে আফগানিস্তানকে হারিয়ে টিকে আছে বাংলাদেশ। তবে এখনও নিশ্চিত হয়নি সুপার ফোরের টিকিট। ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে শ্রীলঙ্কার হাতে। লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারায়, তবে কোনো সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে যাবে টাইগাররা।
এই পরিস্থিতিতে বাংলাদেশি সমর্থকদের দিকে একরকম ভরসার হাত বাড়ালেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানালেন—নিজের দল জয়ের জন্যই নামবে মাঠে, আর সেটি বাংলাদেশকেও এনে দিতে পারে কাঙ্ক্ষিত স্বস্তি।
শানাকার ভাষায়, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের দিকে তাকিয়ে আছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। তারা মানসম্মত একটি দল, কিন্তু তাদের হারাতে পারলে আমাদের জন্যও ভালো হবে।’
আবুধাবির পিচে মূল লড়াইটা হতে পারে স্পিনারদের। আফগানিস্তানের ঘূর্ণিঝড়ের বিপক্ষে শ্রীলঙ্কাও কম যায় না। অভিজ্ঞতা থাকায় চাপটাও কিছুটা কম মনে করছেন শানাকা। তার মতে, ‘এই ম্যাচে স্পিনারদের মধ্যে বড় লড়াই হবে। আফগানিস্তানের অ্যাটাক দারুণ, তবে আমরা প্রস্তুত। এখানে ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আছে আমাদের।’
শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ যাবে সুপার ফোরে। হারের সমীকরণও আছে বটে, তবে সেটা কেবল বড় ব্যবধানে লঙ্কানদের হারলেই কার্যকর হবে। তাই আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের সমর্থকরা স্পষ্টতই লঙ্কানদের জয় কামনায় বসে থাকবেন।