বাইকে কক্সবাজার যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন তরুণ

2 months ago 8

বাঁশখালী থেকে বাইকযোগে কক্সবাজার বেড়াতে আসার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক তরুণ। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সুমন।

নিহত জুলকার নয়ন (২০) চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার জাহাঙ্গীরের ছেলে।

ওসি সুমন জানান, নয়ন রেজিস্ট্রেশনহীন ইয়ামাহ্ ফেজার মোটরসাইকেলযোগে চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা গাড়ি নয়নের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

নিহত নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি মেহেদী হাসান।

সায়ীদ আলমগীর/এমআরএম/এএসএম

Read Entire Article