বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধির পদত্যাগ

3 hours ago 4

পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন ছাত্র প্রতিনিধি। শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর সদরের প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করেন।

পদত্যাগকারী সদস্যরা হলেন- মুনতাসির তাসরিপ, আয়শাতুন্নেসা বর্ষা, শুভ চন্দ্র, মুহাম্মদ রুহুল আমিন, ফাতিমা জামান সামিয়া ও ফারহানা রুপাই।

সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুহাম্মদ রুহুল আমিন জানান, গত ১৬ জুলাই আন্দোলনের শুরু ও ৫ আগস্টে স্বৈরাচারের পতনের পর ন্যায্য অধিকার, শোষণসহ উপজেলাবাসীর নানাবিধ সংকটে আন্দোলন অব্যাহত ছিল তাদের। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি এখানকার বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের অজান্তেই জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড পেজ থেকে ১১২ সদস্যের উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। আন্দোলন সংগ্রামে কোনোভাবে যুক্ত না থাকলেও এরপর গতকাল (শুক্রবার) ঢাকায় নতুন দলকে শুভেচ্ছা জানাতেও যায় তথাকথিত ওই নাগরিক কমিটির সদস্যরা। রাজপথের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা না রাখলেও তারা নেতৃত্ব দাবি করছে।

তিনি আরও জানান, ভুল নেতৃত্বের কারণে গণআন্দোলন, বিপ্লব ব্যর্থ হওয়ার উদাহরণ আছে। তাই জাতীয় নাগরিক কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন ছাত্র প্রতিনিধি পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। তবে ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এক মুহূর্তও পিছু না হটে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। 


 

Read Entire Article