বাকশাল সিপিবির বিচার চান এনসিপি নেতা তুহিন

3 months ago 68

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেছেন, ১৯৭৪ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেখ মুজিবের সঙ্গে এ দেশে একদলীয় বাকশাল কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে। এ জন্য আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে। 

সোমবার (১২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, একাত্তর প্রশ্নে স্বাধীনতার বিরোধিতার জন্য বামদের অবশ্যই ক্ষমা চাইতে হইবে। ওরা রাজাকার হিসেবে ধর্মপ্রাণ মুসলমান ও দাড়ি-টুপিওয়ালাদের প্রতিষ্ঠিত করার জন্য সিপিবিসহ তার কালচারাল উইং যে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, এ জন্য তাদের ক্ষমা চাইতে হইবে।

তিনি আরও লেখেন, ১৯৭৪ সালে সিপিবি শেখ মুজিবের সঙ্গে এ দেশে একদলীয় বাকশাল কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে। বিরোধী মতকে দমন করে এবং হাজার হাজার বাকশালবিরোধীকে খুন করে। এ জন্য আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে।

তুহিন লেখেন, কথা পরিষ্কার। একাত্তর আমাদের শিকড়। তাই একাত্তরে যারা বিরোধিতা করেছে এবং এর পরবর্তী সময়ে যারা এর চেতনাকে শেষ করেছে সবাই সমান অপরাধী। বাকশাল সিপিবির বিচার চাই। স্বাধীনতাবিরোধী বামদের বিচার চাই।

Read Entire Article