বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

5 months ago 37

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশ দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম সৌরভ কবিরাজ। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্টের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন সৌরভ কবিরাজ। বুধবার রাতে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উল হাসান জাগো নিউজকে বলেন, আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম

Read Entire Article