দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নারীসহ নিহত ২

2 hours ago 7

ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার মকবুল হোসেন (৪৬) এবং মুক্তাগাছা পৌর শহরের কলেজ রোডের মুকুল ফৌজ এলাকার বাসিন্দা রুম্পা সাহা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের সাতাশিয়া কানাইবটতলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মকবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত রুম্পা সাহাসহ অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রুম্পা মারা যান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এমকেআর

Read Entire Article