বাজারে উঠেছে চুয়াডাঙ্গার আম

3 months ago 13

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে শহরের আদর্শ মহিলা কলেজ এলাকার একটি আমবাগান থেকে আম পেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস।

কৃষি বিভাগ প্রণীত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে আঁটি, গুঁটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। ২২ মে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি এবং ২৮ জুন থেকে বারি-৪ জাতের আম সংগ্রহ করা যাবে।

বাজারে উঠেছে চুয়াডাঙ্গার আম

জেলার চারটি উপজেলায় প্রায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানান, এবছর প্রায় ৩৫ হাজার টন আম উৎপাদন হতে পারে। প্রতি কেজি আমের গড় উৎপাদন মূল্য ৩০-৪০ টাকা ধরে এ খাতে প্রায় দেড়শ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আম উৎপাদনের দিক দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা চুয়াডাঙ্গা। বিশেষ করে হিমসাগর জাতের আমের সুখ্যাতি রয়েছে দেশ-বিদেশে। সেই ঐতিহ্য ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, চাষিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই অপরিপক্ব আম বাজারজাত করা যাবে না। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আম সংগ্রহের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের কঠোর নজর রয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/জেআইএম

Read Entire Article