বাজেটে আইএসপিদের জন্য কোনো সুখবর নেই: আইএসপিএবি

3 months ago 16

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি আবদুল হাকিম জানিয়েছেন, বাজেট গতানুগতিক। দেশের ইন্টারনেট খাতের জন্য বিশেষ কিছু নেই। ছোট ও মাঝারি আইএসপি ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর নেই।

সোমবার (২ জুন) বাজেট প্রতিক্রিয়ায় তিন আরও বলেন, আগে যা ছিল এখনো তা-ই আছে। ছোট ও মাঝারি ব্যবসায়ী যারা আছেন তারা শতভাগ দেশীয় উদ্যোক্তা। তবে করপোরেট ব্যবহারকারীদের যারা ইন্টারনেট সেবা দেয় তারা কিছুটা সুফল পেতে পারেন।

‘কারণ করপোরেট প্রতিষ্ঠানগুলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) কেটে রেখে বিল পরিশোধ করে। এআইটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় স্বল্প সংখ্যক আইএসপি কিছুটা সুবিচার পেতে পারে।’

তিনি বলেন, সরকার ইন্টারনেটের দাম কমাতে চায়। কিন্তু ভ্যাট, ট্যাক্সে হাত দেবে না, ইকুইপমেন্টের মধ্যে হাত দেবে না। ফলে কোনো লাভ হবে না। ভ্যাট, ট্যাক্সে হাত না দিলে ইন্টারনেটের দাম কমবে না।

এমডিএইচআর/এমকেআর

Read Entire Article