বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকার একটি বাসা থেকে সুবর্ণা আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালে খবর পেয়ে বাড্ডার আফতাবনগরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। এসআই ফাতেমা আরও জানান, ওই নারীর আগের সংসারে এক সন্তান ছিল। এরপর প্রায় দেড় বছর হলো আজহারুল ইসলাম নামের অন্য এক যুবককে বিয়ে করেন তিনি। এই সংসারের কলহের জেরে নিজ বাসায় আত্মহত্যা করেন বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সুবর্ণা আক্তার নাটোর জেলার সিংড়া থানার বালিয়াবাড়ি কুমারপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তিনি ঢাকার বাড্ডার আফতাবনগরে স্বামীর সঙ্গে থাকতেন। কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম

বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকার একটি বাসা থেকে সুবর্ণা আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি গৃহপরিচারিকার কাজ করতেন।

বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালে খবর পেয়ে বাড্ডার আফতাবনগরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

এসআই ফাতেমা আরও জানান, ওই নারীর আগের সংসারে এক সন্তান ছিল। এরপর প্রায় দেড় বছর হলো আজহারুল ইসলাম নামের অন্য এক যুবককে বিয়ে করেন তিনি। এই সংসারের কলহের জেরে নিজ বাসায় আত্মহত্যা করেন বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুবর্ণা আক্তার নাটোর জেলার সিংড়া থানার বালিয়াবাড়ি কুমারপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তিনি ঢাকার বাড্ডার আফতাবনগরে স্বামীর সঙ্গে থাকতেন।

কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow