বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ভারত

3 months ago 46

দীর্ঘ আলাপ-আলোচনার পর যুক্তরাজ্য ও ভারত যুগান্তকারী একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে।

এর ফলে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর জন্য ভারতে মদ, গাড়িসহ অন্যান্য পণ্য রপ্তানি সহজ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পোশাক, জুতাসহ বেশকিছু পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করার ক্ষেত্রে ভারতও করছাড় পাবে।

তবে এই চুক্তির ফলে অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা।

চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গত সপ্তাহে লন্ডনে বৈঠক করেন।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন যে, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাজ্যের ভোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাবে।

গত বছর যুক্তরাজ্য ও ভারতের মধ্যে প্রায় ৪১ বিলিয়ন পাউন্ডের মতো বাণিজ্য হয়েছিল। চলতি বছর এই সংখ্যা আরও বাড়বে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে সামনে রেখে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (৬ মে) প্রকাশিত দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।

দেশটির বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির সামগ্রিক বাণিজ্য ঘাটতি ১৪ শতাংশ বেড়ে ১৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 সূত্র: এএফপি

এমএসএম

Read Entire Article