বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

2 hours ago 4

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা ফেলতে গিয়ে বানার নদীর স্রোতের তোড়ে ভেসে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার (১৯ অক্টোবর) সকালে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আফিল উদ্দিনের স্ত্রী বিলকিস বেগম ও তার চাচাতো ভাতিজা রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা সুলতানা লিপি।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম বাড়ির পাশের ক্ষেত থেকে কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে কচুরিপানা নামিয়ে দেওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তারা। 

পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী এলাকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এদিকে নিখোঁজ বিলকিস বেগমের মরদেহ বিকেলে নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এসআই জাকির হোসেন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article