বান্দরবানে ধর্ষণ মামলায় সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন

3 weeks ago 18

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জসীম উদ্দিন (৪৮) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে। অপরজন আমির হোসেন (৪৫) কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১৫ সালে বুলু আক্তারের সঙ্গে জসীম উদ্দীনের দ্বিতীয় বিয়ে হয়। বুলু আক্তারের প্রথম ঘরের ৩০ বছরের কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল। ২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়ে সুস্থ করেছিলেন তাকে। ২০২২ সালের ৭ মে বুলু আক্তারের স্বামীর বন্ধু আমির হোসেনের সঙ্গে মেয়ের শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার কারণে সামাজিক সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। পরে ১৭ মে বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামীর বন্ধু আমির হোসেন মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউপির সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বুলু আক্তারকে গাছের বেঁধে রাতভর দুজনে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ২০২২ সালের ১৮ মে মেয়েকে ধর্ষণের অভিযোগে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

Read Entire Article