বান্দরবানে রুম না পেয়ে গাড়িতে রাত কাটালেন শত শত পর্যটক

18 hours ago 7

ঈদুল ফিতর ও সাপ্তাহিক টানা সরকারি ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে বান্দরবানে। হোটেল-মোটেলে কক্ষ না পেয়ে সড়কে গাড়িতেই রাত কাটাতে হয়েছে শত শত পর্যটককে।

বুধবার (২ এপ্রিল) রাতে বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় ও পুরাতন ব্রিজ এলাকায় এই চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, এই ঈদ মৌসুমে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে পাহাড় কন্যা বান্দরবানে। এরইমধ্যে ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলা সদরের প্রায় সবকটি হোটেল-মোটেল আগাম বুকিং হয়ে গেছে। আগাম হোটেল বুকিং না নিয়ে যারা গতকাল বান্দরবানে ভ্রমণে এসেছিলেন, তাদের বড় একটি অংশ সড়কে পরিবার পরিজন নিয়ে গাড়িতেই রাত কাটিয়েছেন।

পটুয়াখালী থেকে ভ্রমণে আসা রিয়াজ জানান, তাদের ১৮ জনের একটি দল ভ্রমণে এসেছেন। ৩ ঘণ্টা ধরে একটার পর একটা হোটেল ঘুরেও রাত যাপনের জন্য কোনো রুম খালি না পেয়ে গাড়িতেই রাত কাটিয়েছেন তারা। তাদের মতো অনেকেই গাড়িতে রাত কাটিয়েছেন।

বান্দরবানে রুম না পেয়ে গাড়িতে রাত কাটালেন শত শত পর্যটক

কুমিল্লা থেকে আসা সুমন ইসলাম জানান, তারা বন্ধু-বান্ধব মিলে ২৬ জনের একটি দল হোটেলের কক্ষ না পেয়ে অন্য পর্যটকদের গাড়িতে ঘুমিয়েছেন।

তিনি আরও বলেন, ৩০টির মতো বিভিন্ন আবাসিক হোটেল ঘুরেও একটি রুমের ব্যবস্থা করতে পারিনি, বাধ্য হয়ে গাড়িতেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিই। তাদের মতো আরও কয়কশো পর্যটক সড়কেই রাত কাটিয়েছেন।

বান্দরবান জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জানান, এরূপ পর্যটকের সমাগম ঘটবে তা আগে থেকে ধারণা করতে না পারায় জরুরি মুহূর্তের জন্য আগাম ব্যবস্থা করতে পারেননি। তবে আজ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আগত পর্যটকদের জন্য উন্মুক্ত করে করে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

Read Entire Article