বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

3 months ago 15
বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক ‘এল ক্লাসিকো’তে ৪-৩ ব্যবধানে হারের পর মাঠ ছাড়ার সময় আরেকবার আলোচনায় চলে এলেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ফুটবলের কারিকুরি নয়, বরং বিতর্কে নাম জড়াল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন রিয়াল তারকা। হাঁটুর মচকানো চোটে যখন ব্যথিত ভিনিসিয়ুস সাইডলাইন দিয়ে বেঞ্চের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করেই ঘটে যায় সেই মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন বার্সা সমর্থক উঁচিয়ে ধরেন একটি বিচ বল, যেটি সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত হয়েছে। এই কৌতুকের পেছনে আছে ব্যালন ডি'অর জেতার দৌড়ে ভিনিসিয়ুসের ব্যর্থতা, যেখানে পুরস্কার জিতে নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বিচ বলটি যেন ভিনির ব্যর্থতা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করেন ওই সমর্থক।
Read Entire Article