লা লিগা শিরোপা ধরে রাখার মিশন ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে বার্সেলোনা। মায়োর্কার মাঠে তারা দারুণ জয় পেয়েছে। কিন্তু প্রতিপক্ষ ৯ জন হওয়ার পর আরও গোল করতে না পারা এবং ফুটবলারদের প্রচেষ্টা কমিয়ে দেওয়ায় সন্তুষ্ট নন কোচ হ্যান্সি ফ্লিক।
রাফিনহা ও ফেরান তোরেসের লক্ষ্যভেদী শটে আধঘণ্টারও আগে দুই গোলে এগিয়ে যায় বার্সা। তারপর ৩৩ ও ৩৯ মিনিটে মানু মোরলেন্স ও ভেদাত মুরিকি লাল কার্ড দেখলে মায়োর্কা বড় ব্যবধানে... বিস্তারিত