বাসে মিলল হেলপারের মরদেহ, রক্তাক্ত ছুরি

3 months ago 64
যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস পরিবহনের একটি বাসের ভেতর থেকে বাপ্পি (২৫) নামে বাসের এক হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত হেলপার বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ করে অবস্থান করছিল। সে একা গাড়িতে ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Read Entire Article