বাড়তি নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

2 months ago 6
বলিউড ভাইজান সালমান খান নিজের গ্যারেজে আরও একটি নতুন গাড়ি সংযোজন হলো। বিলাসবহুল এই গাড়ির মডেল মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি। এটি বুলেটপ্রুফ, যার বাজারমূল্য ৩.৪০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা এই গাড়িটি শুধু বিলাসিতা নয়, এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো এর নিরাপত্তা ও শক্তিশালী পারফরম্যান্স। গাড়িটিতে রয়েছে ৪.০ লিটার টুইন-টার্বো ভিএইট পেট্রল ইঞ্জিন, যার সঙ্গে সংযুক্ত রয়েছে ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেম। ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ফোরম্যাটিক অল-হুইল ড্রাইভ ব্যবস্থার কারণে মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে এই এসউভ, যার সর্বোচ্চ গতি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা। প্রায় সাড়ে তিন কোটি টাকার এই গাড়িটিতে রয়েছে বুলেটপ্রুফ বডি প্যানেল ও শক্তিশালী গ্লাস, যা সালমানের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমধ্যম। গাড়ির অভ্যন্তরও যথেষ্ট রাজকীয়। রয়েছে প্যানোরামিক সানরুফ, উন্নতমানের লেদার ইন্টেরিয়র, রিয়ার এক্সিকিউটিভ সিটিং, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং চার-জোন ক্লাইমেট কন্ট্রোল—সব মিলিয়ে এটিই মেবাখের পরিপূর্ণতা। সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সালমান খান কিছু অপরাধচক্রের কাছ থেকে হুমকি পেয়েছেন, যার জেরে বাড়ানো হয়েছে তার নিরাপত্তাব্যবস্থা। ইতিমধ্যে তার বাড়িও বুলেটপ্রুফ করা হয়েছে এবং এবার সেই তালিকায় যুক্ত হলো তার চলাচলের বাহনও। কাজের দিক থেকে সালমানকে সর্বশেষ দেখা গেছে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায়।  
Read Entire Article