বাড়তে পারে ওটিটিতে সিনেমা দেখার খরচ

3 months ago 41

ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মে শুল্ক আরোপ করা হয়েছে। এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বাড়তে পারে ওটিটিতে সিনেমা দেখার খরচ।

আজ (২ জুন) সোমবার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছে অন্তর্বর্তী সরকার। বাজেট প্রস্তাবনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। সেগুলোর মধ্যে চরকি, বায়োস্কোপ, বঙ্গো, বিঞ্জ, টফিসহ রয়েছে কয়েকটি দেশি প্ল্যাটফর্ম। বিদেশি বেশ কিছু প্ল্যাটফর্ম দেশে জনপ্রিয়। সেগুলোর মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই ইত্যাদি।

এনএইচ/আরএমডি

Read Entire Article