বাড়ির ছাদে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, কেয়ারটেকার আহত

3 months ago 12

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এক ভবনের ছাদবাগানে পানি দিতে গিয়ে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাড়ির কেয়ারটেকার আহত হয়েছেন।

সোমবার (১২ মে) সন্ধ্যা ছয়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ওই ভবনের মালিকের ছেলে রূপক বলেন, আমাদের বাসার ছাদবাগানে পানি দিচ্ছিলেন ফেরদৌস। এ সময় বোমাসদৃশ বস্তু দেখতে পান। হঠাৎ সেটির বিস্ফোরণ হয়। এতে তিনি আহত হন। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে আহত ব্যক্তির চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাত ও পেট দগ্ধ হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর 

Read Entire Article