বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

3 months ago 58
সিরাজগঞ্জের তাড়াশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  হত্যার শিকার মো. সাইদুর রহমান (৬৫) ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। অভিযুক্ত দুজন হলেন- ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌ-পাকিয়া গ্রামের প্রবীণ কৃষক মো. সাইদুর রহমান ও প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা আছে, যা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকাল তিনটার দিকে সাইদুর রহমান নামাজ শেষে বাড়ি ফিরলে চলাচলের ওই রাস্তা নিয়ে প্রতিবেশী বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে অভিযুক্তরা বেল্লাল ও তার ছেলে ওই রাস্তার জায়গা তাদের দাবি করে চলাচল করতে নিষেধ করেন। এ সময় সাইদুর প্রতিবাদ করলে বাবা-ছেলে মিলে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে পিটিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে তাদের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সব সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অভিযুক্ত ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় বিকাল সাড়ে ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চৌ-পাকিয়াগ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।
Read Entire Article