বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সদস্যরা।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিআরটিএ পরিচালককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমন, সদস্য মো. মনিরুজ্জামান মিয়া, মো. নিজাম উদ্দীন, মো. লুৎফুর বারী, মো. সোলায়মান, রাহিমা আক্তার মুক্তা, আকবর হোসেন, কাজী আল-আমিন, মাহমুদুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
কাজী আল-আমিন/বিএ/এমএস