বিইউবিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ‘গ্রিটকোয়েস্ট’র উদ্বোধন

3 hours ago 4

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) শুরু হয়েছে মাসব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ‘গ্রিটকোয়েস্ট’। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং অ্যান্ড ইনফরমেশন অ্যাফেয়ার্স অফিস আয়োজিত এ কর্মশালার উদ্বোধন হয় শনিবার (৮ নভেম্বর )।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মো. শিহাব রিজওয়ান। তিনি শিক্ষার্থীদের পেশাগত গ্রুমিং ও করপোরেট জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

উদ্বোধনী সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঞ্জেন্টার সেলস ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী। নিজের জীবনের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশে থেকে বিজ্ঞাপন সংস্থায় যোগ দেওয়ার সিদ্ধান্তই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল।’

 তিনি জানান, জনসংযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্যারিয়ারে সফল হতে চাইলে কেবল একাডেমিক জ্ঞানই নয়, হার্ড স্কিল, সফট স্কিল এবং সামাজিক সম্পৃক্ততা—সব দিকেই সমান মনোযোগ দিতে হবে।’

সেশনের শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার-সংক্রান্ত নানা প্রশ্ন উপস্থাপন করেন।

অনুষ্ঠান সম্পর্কে বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও নেটওয়ার্কিং স্কিল গড়ে তুলতে এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মাসব্যাপী এই ‘গ্রিটকোয়েস্ট’ কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবন গঠনে বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণা জোগাবে।

Read Entire Article