বিএনপি ও গণঅধিকারের মধ্যে উত্তেজনা, দুই উপজেলায় ১৪৪ ধারা জারি

2 months ago 48

পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হামলা ও মারামারির ঘটনার পর দশমিনা ও গলাচিপা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে বলে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সভাসমাবেশ কিংবা জমায়েত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি ও গণঅধিকারের মধ্যে উত্তেজনা, দুই উপজেলায় ১৪৪ ধারা জারি

এদিকে বিকেল সাড়ে ৩টায় গলাচিপা অফিসার্স ক্লাবে একটি সংবাদ সম্মেলনের কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলন হয়নি। তবে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর গলাচিপা উপজেলা গেস্ট হাউসে অবস্থান করছেন।

উপজেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।

আব্দুস সালাম আরিফ/এমএন/এএসএম

Read Entire Article