নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ বলেছেন, বিএনপি জনগণের দল। এটি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। এখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার রায়পুরা উপজেলাধীন বড়চর বাহাদুরপুর-লোচনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎ আরও বলেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর যাবত ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরোধী দলের কোনো ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভ ও গণআক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন- বিএনপি নেতা অ্যাডভোকেট আল আমিন হোসেন বিপ্লব, হাবিবুর রহমান শাহিন, জাকির হোসেন, শহীদুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি মহসীন হোসাইন বিদ্যুৎকে গণসংবর্ধনা প্রদান করা হয়।