বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৬

19 hours ago 2

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার উপজেলার ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন নেতাকর্মীরা। পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে জামায়াত কর্মীদের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার বিএনপির সমর্থক শরিফুল ইসলামসহ ছয়জন আহত হন। এদের মধ্যে তিনজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, গত বুধবার একটি মারামারির ঘটনা ঘটেছিল। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। উভয় পক্ষ বিষয়টির সমাধানের চেষ্টা করছে।

Read Entire Article