বিএনপি নেতা বকুলের সুস্থতা কামনায় এতিমদের খাবার বিতরণ

2 months ago 36

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় খুলনায় এতিমদের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর খালিশপুরের খাদেমুল ইসলাম কোরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

ছাত্রদল খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমনের উদ্যোগে এতিম ছাত্রদের শীতবস্ত্র উপহার ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এসময় রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কমনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু হুরায়রা।
 
সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমন বলেন, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল শারীরিকভাবে অসুস্থ রয়েছে। খুলনায় বিএনপির রাজনীতির অভিভাবক হিসেবে তার গুরুত্ব ও জনপ্রিয়তা অনেক। খুলনাবাসীর পক্ষ থেকে এতিমদের মধ্যে উন্নত খাবার বিতরণ ও তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Read Entire Article