বিএনপি নেতাকে অব্যাহতির দুই ঘণ্টা পর পুনর্বহাল

2 hours ago 4

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়ন (পূর্ব) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ইকবালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) রাতে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে তার সই করা অব্যাহতি ও প্রত্যাহারের চিঠি দুটি পাঠানো হয়।

মাহবুবুর রহমান ইকবালকে লেখা অব্যাহতির চিঠিতে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আপনি ২ নম্বর চরবাটার (চরজব্বর) ভোটার হওয়ায় হওয়ায় এবং অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হওয়ায় আপনাকে দলীয় পদ হতে অব্যাহতি দেওয়া হলো, যা শনিবার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে। ২ নম্বর চানন্দি ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফসিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো।’

এর দুই ঘণ্টা পর ওই নেতাকে ফজলুল হক খোকন সই করা আদেশ প্রত্যাহারের আরেকটি চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, শনিবার থেকে আপনাকে ২ নম্বর চানন্দি ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতির পদ হতে অব্যাহতি দিয়ে একটি পত্র পাঠানো। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশক্রমে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হলো।

ভিন্ন ইউনিয়নের বাসিন্দা হওয়া ছাড়াও চানন্দি ইউনিয়ন (পূর্ব) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ইকবালের বিরুদ্ধে ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখল, লুটপাটের অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতেও আবুল হাসেম নামের ইটভাটার এক মাঝির (শ্রমিক সরবরাহকারী) কাছ থেকে চাঁদা না পেয়ে তার মা-ভাইদের তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাহবুবুর রহমান ইকবাল জাগো নিউজকে বলেন, ‘আমার বিরুদ্ধে দলীয় একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করার চেষ্টা করি।’

হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন জাগো নিউজকে বলেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ইকবাল পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাকে হাতিয়ার চানন্দি ইউনিয়ন বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

Read Entire Article