বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার, স্ত্রী-ছেলে আটক

6 days ago 11

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ওই নেতার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, অভিযানে লিয়াকত আলীর বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে যৌথবাহিনী। অভিযানের সময় লিয়াকত বাড়িতে না থাকায় তার স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়। লিয়াকত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, লিয়াকত বৈরাগীর চর এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অবৈধভাবে ভারত থেকে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখাও শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত তার ছেলে আব্রাহাম লিংকনও এ ব্যবসায় জড়িত। ৫ আগস্ট সরকার পতনের পর লিয়াকত তার বাড়ির সামনে একটি গরুর ফার্ম করেন। ফার্মের আড়ালে অস্ত্র মাদক ব্যবসায় করছেন তিনি।

অভিযোগের বিষয়ে কথা বলতে লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এমন হয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

Read Entire Article