বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর-৪ (অভায়নগর-বাঘারপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী এটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অভায়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাক্সক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।