স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

14 hours ago 10
কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পেতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল। বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটোরিয়ামে ঘোষণা করা হবে এবারের চাকসু নির্বাচনের ফল। ফলাফল ঘোষণার অপেক্ষায় অডিটোরিয়াম অপেক্ষা করছে শিক্ষার্থীরা। প্রাথমিক ফলাফলে নিজেদের প্রার্থীদের এগিয়ে দেখতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারা স্লোগান, গান আর উল্লাসে মুখর করে তোলেন পুরো ঘোষণাকেন্দ্র। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘তুমি ও জানো, আমি ও জানি, আমরা সবাই বাংলাদেশি’, ‘চাকসু চাকসু’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম এলাকা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে সবার মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, ‘এটা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ফল যাই হোক, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে গর্বিত।’
Read Entire Article