কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।
তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এমনটি করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, একটি বিশাল রাজনৈতিক দল বিএনপি, যা সমুদ্রের মতো বৃহৎ সংগঠন। সেখানে ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সারা দেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র কাউকে ছাড় দেননি।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত-এনসিপি ঘরানার কিছু রাজনীতিক বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি চাঁদাবাজ-সন্ত্রাস-বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
ছাত্রদলকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। মাদক, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর জড়িত হওয়া যাবে না।
আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়েছেন। অথচ আজ অনেকেই ভুল করে ভাবছে যে, তারা একা একাই সফল হয়েছে।
২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ দিপুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেত্রী তাসলিমা রিতা, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।