বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন কাজী কামাল

প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মাগুরার আড়পাড়া স্কুলমাঠে জনসভায় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। কাজী কামাল মাগুরা-২ আসনের তিনবারের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি। জনসভায় তিনি দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপির সভাপতি-সেক্রেটারি-সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন। শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় কাজী কামাল বলেন, ‘আমি মহম্মদপুর, আড়পাড়ার মানুষের জন্য বিগত দিনেও কাজ করেছি। সামনে এমপি হলে আবারও সাধারণ মানুষের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমি চাই কেন্দ্র থেমে তৃণমূল নেতাকর্মীদের জনমত জরিপ করে বিএনপির প্রতীক বরাদ্দ করবেন। তবেই সঠিক মানুষ মনো

বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন কাজী কামাল

প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মাগুরার আড়পাড়া স্কুলমাঠে জনসভায় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

কাজী কামাল মাগুরা-২ আসনের তিনবারের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি। জনসভায় তিনি দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপির সভাপতি-সেক্রেটারি-সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন।

শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসভায় কাজী কামাল বলেন, ‘আমি মহম্মদপুর, আড়পাড়ার মানুষের জন্য বিগত দিনেও কাজ করেছি। সামনে এমপি হলে আবারও সাধারণ মানুষের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমি চাই কেন্দ্র থেমে তৃণমূল নেতাকর্মীদের জনমত জরিপ করে বিএনপির প্রতীক বরাদ্দ করবেন। তবেই সঠিক মানুষ মনোনয়ন পাবে। বিএনপি থেকে প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করবো।’

শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিতে জনসভায় বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন।

মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow