বিএনপির লোকই ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাবেন, প্রত্যাশা কফিল উদ্দিনের

3 hours ago 6
ঢাকা-১৮ আসনকে ‘বিএনপির ঘাঁটি’ উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় লোকই মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক ক্লাব মোড়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কফিল উদ্দিন বলেন, ‘আমরা দুর্দিনে বিএনপি করেছি, যখন মিছিলে দাঁড়ানোর মতো মানুষও পাওয়া যেত না। বিএনপি করার কারণে আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল, এমনকি মিথ্যা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছিল। ঢাকা-১৮ আসনে আমি মনোনয়ন চেয়েছি শুধু জনসেবার জন্য, নিজের স্বার্থে নয়। আমি ব্যবসা করে খাই, চাঁদাবাজি বা দখলবাজি করি না।’ তিনি আরও বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। আমি যদি মনোনয়ন পাই, তবে অবশ্যই ঢাকা-১৮ আসনের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করব।’ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।  বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টারের সঞ্চালনায় বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Read Entire Article