বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় জনগণের কাছে থাকতে চায়। বিএনপির দেওয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের ও জনগণের উন্নয়ন হবে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির উদ্যোগে মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা ও অনগ্রসর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় ৩১ দফা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।