বিগ ব্যাশে দল পেয়েও খেলা হচ্ছে না রিশাদের

3 weeks ago 10

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ডাক পেয়েছিলেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্স তাকে দলে ভেড়ালেও, বিপিএলের ব্যস্ত সূচির কারণে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলা সম্ভব হচ্ছে না রিশাদের। রিশাদকে ছেড়ে দিয়েঠে বিগ ব্যাশের দলটি।

হোবার্টের হয়ে খেলার জন্য রিশাদ শুরুতে একটি অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন, যা ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বৈধ ছিল। এই সময়ে দলটির হয়ে দুটি ম্যাচে খেলার সুযোগ ছিল তবে রিশাদকে পাঁচ ম্যাচের জন্য অনাপত্তিপত্র চেয়েছিল। তবে দুই ম্যাচের জন্য দেওয়াতে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  

হোবার্ট হারিকেন্স এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, রিশাদের পরিবর্তে তারা দলে যুক্ত করেছে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখেইলকে। সালামখেইল সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করেছেন। ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করা এই স্পিনারকে দলে পেয়ে আত্মবিশ্বাসী হোবার্ট।

২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্টে অভিষেক হওয়া সালামখেইল তার প্রথম ম্যাচেই দুই ইনিংসে চারটি উইকেট শিকার করে আফগানিস্তানকে প্রথম টেস্ট জয়ে সহায়তা করেছিলেন। হোবার্টে সালামখেইল তার সাবেক সিপিএল সতীর্থ টিম ডেভিডের সঙ্গে একই দলে খেলবেন।

হোবার্ট হারিকেন্সের স্কোয়াড

দলে রয়েছেন ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম এবং ম্যাক রাইট।

কোচিং স্টাফ

দলের কৌশলগত প্রধান হিসেবে রয়েছেন রিকি পন্টিং এবং প্রধান কোচ জেফ ভন।

রিশাদ হোসেনের বিগ ব্যাশে খেলার সুযোগ হাতছাড়া অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য হতাশার।  

Read Entire Article