বিচ্ছেদ ঠেকাতে কাজলের টোটকা

2 months ago 6

বলিউডের আলোচিত তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। দুজনকে মিডিয়ার সামনে কখনও খুব বেশি রোমান্টিক মুডে ধরা দিতে দেখা যায়নি। ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। আর সে সময় এই অভিনেত্রী সাফল্যের মধ্যগগনে। তখন হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন কাজল। কাজলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি বাবা শমু মুখার্জী। তিনি প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। পরে অবশ্য পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা। বর্তমানে তারা দুই সন্তানের জনক-জননী। 

গণমাধ্যমে মাঝে মাঝেই গুজন উঠত তাদের বিচ্ছেদ নিয়ে। তবে এবার বিচ্ছেদ এড়াতে বেশকিছু পরামর্শের কথা শেয়ার করেছেন বলিউড এই সুন্দরী। 

ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে কাজল বলেন, আমরা একে অপরের থেকে বেশকিছু দিক দিয়ে আলাদা। সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্য সুখ চাইলে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’ অভিনেত্রী কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন। তিনি জানান, কিছু জিনিস ভুলে যাওয়া ও ছেড়ে দেওয়া দাম্পত্যের টিকিয়ে রাখার আসল রহস্য।

বর্তমানে কাজল ব্যস্ত রয়েছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত হরর সিনেমা ‘মা’ এর প্রচারণার কাজে। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। এ ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অজয় দেবগন।

Read Entire Article