বিজয় দিবসে আশাশুনি রিপোর্টার্স ক্লাব-থানার প্রীতি ক্রিকেট ম্যাচ

3 hours ago 1

মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম ও আশাশুনি থানা পুলিশ ক্রিকেট টিমের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার যৌথ আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ জাঁকজমকপূর্ণ এ খেলা উপভোগ করেন দর্শকরা। 

খেলায় আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি মো. নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটে নেমে নাদিমের ৪৮ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রান সংগ্রহ করে তারা।

৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। ফলে ১৪ রানের ব্যবধানে জয় লাভ করে আশাশুনি থানা ক্রিকেট টিম। 

খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম। 

খেলা পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সমবায় অফিসার সন্যাসি মন্ডল ও আশরাফ হোসেন। 

খেলার শেষে রানার্স আপ টিমের পক্ষে অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চল ও চ্যাম্পিয়ান টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম পুরস্কার নেন। এ সময় সব খেলোয়াড়কে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার সদস্যরা। খেলা চলাকালে বাদক দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

Read Entire Article