বিজয়ে এবং মায়ারোদ

2 months ago 27

বিজয়ে

দাঁড়াতে বলেনি কেউ ছাতিম বনের পাশে, তবু
ছায়া পড়ে কার? জীবনের সূত্র পার হয়ে
কবে যেন চলে গেছে!
তবুও তাঁদের থাকা কিংবা না-থাকা জুড়ে
চরম অস্ফূট বাণী—দাঁড়াও একটি কথা শোনো
তোমরা সম্মুখে আছো
আমাদের রক্তের ভেতরে, অন্তরে
আর সমূহ ধূলিকণায়

যাবে আবার আসবে তুচ্ছ গুচ্ছ রাজনীতি
তোমাদের স্থান থাকবেই সরিয়ে সকল ভীতি

মুক্তি বুঝি এমনই কখনোও একাত্তর কখনো চব্বিশ
গুনে গুনে আসে না এসব, ত্রিশ হয়ে যায় অলীক ছত্রিশ

*****

মায়ারোদ

কান্নার আক্ষেপ নিয়ে অদ্ভুত নিষাদে তুমি
কেন মৌন হয়ে যাও! সৌরভের কাছে বেঁচে থেকে
তোমার শহরে দেখো, সুন্দরবনের সুর চলে আসে

খাদের কিনারে থেকে চঞ্চল হরিণ হয়ে যাও তুমি
কোন খুনিকে ধরবে? মিশে যাবে সবকিছু
                                                  নির্লিপ্ত হাওয়ায়
বিষাদের কাছে যদি তুমি বারবার কাঁদো, আর
রোদগুলো যদি মায়ারোদ হয়ে যায়!

এসইউ/জিকেএস

Read Entire Article