বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

12 hours ago 7

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ জুবায়ের হোসেন (৬৫) নামে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। গত ৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কারারক্ষী সোহেল আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুবায়ের হোসেন বিডিআর বিদ্রোহ মামলা সাজাপ্রাপ্ত আসামি। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার দরগাইপুর গ্রামে। বাবার নাম আব্দুল গফুর। তার কয়েদি নম্বর ৬২৪২/এ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

Read Entire Article